খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে ফিরেছে প্রাণের স্পন্দন

ইব্রাহিম খলিল , খুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে আসন্ন খুলনা বিশ্ববিদ্যালয় আন্তঃডিসিপ্লিন ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে পুরো ক্যাম্পাস।

প্রতিদিন ভোরের কুয়াশা ভেজা সকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠ যেন ক্রিকেটপ্রেমীদের মিলনমেলায় পরিণত হচ্ছে। সূর্য ওঠার আগেই মাঠে জড়ো হচ্ছেন বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড় ও সমর্থকেরা। কেউ নেটে বোলিং অনুশীলনে ব্যস্ত, কেউ ব্যাটিং প্র্যাকটিসে মনোযোগী, আবার কেউ ফিটনেস ড্রিলে ঘাম ঝরাচ্ছেন। মাঠজুড়ে চলছে প্রস্তুতির ব্যস্ততা।

বিশ্ববিদ্যালয়ের মোট ২৯টি ডিসিপ্লিনকে ঘিরে গড়ে উঠেছে স্বতঃস্ফূর্ত প্রতিযোগিতামূলক পরিবেশ। প্রতিটি দলই সেরা একাদশ গঠনের লক্ষ্যে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে। বিগত আসরগুলোতে বিএ, এমসিজে, পদার্থবিজ্ঞান, ইসিই, পরিসংখ্যানসহ কয়েকটি ডিসিপ্লিনের সাফল্য অন্যান্য দলগুলোকেও নতুন করে অনুপ্রাণিত করেছে।

আন্তঃডিসিপ্লিন ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ২৪ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ মুহতাসিম কবির সাফাত বলেন, "সকালের এই অনুশীলন কেবল টুর্নামেন্টের প্রস্তুতিই নয়, বরং দীর্ঘ একাডেমিক চাপের মাঝে মানসিক প্রশান্তির একটি মাধ্যম। এতে আমাদের দলগত চেতনা ও পড়াশোনার প্রতি মনোযোগও বাড়ে।"

শিক্ষার্থীদের মতে, সেন্ট্রাল মাঠের এই কর্মচাঞ্চল্য খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতিরই প্রতিচ্ছবি। আন্তঃডিসিপ্লিন ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এবারের আন্তঃডিসিপ্লিন ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

Link copied!