পে-স্কেল ঘোষণার বিষয় পরিস্কার করলেন অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৭ পিএম

অন্তর্বর্তীকালীন সরকার নতুন নবম পে স্কেল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারি পে কমিশনের প্রতিবেদনকে কেন্দ্র করে রেখেছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিশনের সুপারিশের অপেক্ষায় রয়েছে সরকার। শিগগিরই পে কমিশন পে স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পে কমিশন তাদের প্রতিবেদন চূড়ান্ত করে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে জমা দিলে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।”

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পে স্কেল নির্ধারণের কাজ ইতোমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে। জানা গেছে, আগামী ২১ জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।

Link copied!