কাওসার আহম্মেদ সুকর্ন:
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) এখন থেকে সপ্তাহে মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় -সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯-০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- শুক্র ও শনিবার পূর্বের ন্যায় সাপ্তাহিক ছুটি বলবৎ থাকবে। জরুরী র পরিষেবাসমূহ (বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। এছাড়া প্রতি সপ্তাহে মঙ্গলবার সকল ক্লাশসমূহ অনলাইনে অনুষ্ঠিত হলেও অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।