শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

আপডেট
করোনায় আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

করোনায় আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বুস্টার ডোজসহ করোনাভাইরাসের দুই ডোজ টিকা গ্রহণের পরও প্রথমবারের মত করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন উপাচার্য নিজেই। বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন তিনি। আগের চেয়ে তুলনামূলক সুস্থ রয়েছেন, বলে জানা গেছে।

জানা যায়, বঙ্গভবনে যাওয়ার কথা ছিল অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের; গত ৩ সেপ্টেম্বর করোনা পরীক্ষার স্যাম্পল দেওয়া হলে কোভিড পজিটিভ আসে।

ঢাবি উপাচার্য বলেন, হেলথ প্রোটকল মেনে চারদিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে ডাক্তার। সে অনুযায়ী এখন বাসায় অবস্থান করছি। আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছি। চারদিন পর করোনার কোনো উপসর্গ না থাকলে আবারো স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারব এবং অফিস করতে পারব। দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে দোয়া চেয়েছেন উপাচার্য।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |