শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন

আপডেট
কুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন সম্পন্ন 

কুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন সম্পন্ন 

আব্দুল্লাহ,  কুবি প্রতিনিধি;
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন সম্পন্ন হয়েছে। এবছর আবেদন করেছেন মোট ৩২০৮৭ শিক্ষার্থী। শনিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
এবছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১৮ হাজার ৬৩২ টি, ‘বি’ ইউনিটে (মানবিক) ৭ হাজার ৯০৭ টি, ‘সি’ ইউনিটে (বানিজ্য) ৫ হাজার ৫৪৮ টি আবেদন পরেছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট ১০৪০ টি আসন রয়েছে। যার মধ্যে ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৩৫০টি; ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৪৫০টি এবং ‘সি’ ইউনিটে আসন সংখ্যা ২৪০টি।
এবছর ‘এ’ ইউনিটের প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৫৩ জন, ‘বি’ ইউনিটে প্রায় ১৭ জন এবং ‘সি’ ইউনিটে লড়ছেন প্রায় ২৩ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মোট আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন প্রায় ৩১ জন শিক্ষার্থী।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |