শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

আপডেট
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ‘যৌন হয়রানি’ দুই শিক্ষককে বাধ্যতামূলক ছুটি

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ‘যৌন হয়রানি’ দুই শিক্ষককে বাধ্যতামূলক ছুটি

ময়মনসিংহ অফিস: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানি ও হেনস্থার ঘটনায় দুই শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্র ও একই বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহা।

একইসঙ্গে রেজুয়ান আহমেদ শুভ্রকে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে, ওই দুই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে তালা দিয়েছেন। পরে অভিযুক্ত দুই শিক্ষকের কুশপুতুল দাহ করেন তরা। প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী বলেন, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্র এবং একই বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহাকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |