শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

আপডেট
বৃষ্টিকে উপেক্ষা করে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল চবি

বৃষ্টিকে উপেক্ষা করে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শহিদ মিনার থেকে চাকসু, কলা ভবন, প্রশাসনিক ভবন ও জিরো পয়েন্ট হয়ে চবি স্টেশন পর্যন্ত বৃষ্টির মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মঙ্গলবার  কোটা পুনর্বহাল প্রত্যাহার চেয়ে মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীরা “জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে”, “সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে”, “মেধা না কোটা? মেধা, মেধা”, “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” “মেধাবীদের কান্না, আর না, আর না”, “আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার” প্রভৃতি স্লোগানে মুখরিত করেন চবি ক্যাম্পাস।

মিছিলের শুরুতে চবি শহিদ মিনারর ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “আমরা কোনো ভাবেই মুক্তিযুদ্ধের বিরোধী না। মুক্তিযোদ্ধারা আমাদের মাথার মুকুট। তবে তাদের যুদ্ধ তো ছিলো বৈষম্যের বিরুদ্ধে। একজন মুক্তিযোদ্ধা ২০ হাজার টাকা মাসিক ভাতা পায়। তাঁর পরিবারের চিকিৎসা খরচ ফ্রি। তারা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। দরিদ্রপীড়িত এই দেশে আজকে কয়টা পরিবারের মাসিক ইনকাম ২০ হাজার টাকা আছে? তাই, এখানে কোটা প্রথা মানে তেলা মাথায় তেল দেওয়া।

আমরা চাই দেশের কৃষক, শ্রমিক, মজদুরের পরিবার থেকেও মেধাবী ছাত্ররা চাকুরী পাক। তাই, আমরা কোটা প্রথার অবসান চাই। সমাবেশে নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি বলেন, “চোখের পানিতে ভেজার চেয়ে বৃষ্টির পানিতে ভেজা ভালো। আমার চেয়ে কম মেধাবী কেউ কোটার কারণে চাকরি পাবে, গরিবের এই দেশে এমন বৈষম্য মেনে নেওয়ার মতো না।”

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |