শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

ইবির ১৪তম উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ

ইবির ১৪তম উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ

ইবির ১৪তম উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ

অনলাইন ডেস্ক: ইসলামী বিশ্বিবদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ। তিনি ইবির ১৪তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ এর ১০ (১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এদিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক উপসচিব সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। ড. নকীব মো. নসরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক ও ১৯৯০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতার দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার আগে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ বছর ধরে শিক্ষকতা, প্রক্টর ও প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তার কর্মজীবনে দেশ ও বিদেশে অর্জিত অ্যাকাডেমিক এবং অনুশীলন উন্নয়ন ব্যবস্থাপনার অভিজ্ঞতার একটি সমৃদ্ধ মিশ্রণ প্রতিফলিত হয়। আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ আইন, মানবাধিকার ও উন্নয়ন ইস্যু, আন্তর্জাতিক অপরাধ আইন ও বিচার, মানবিক সহায়তা ও যুদ্ধের সুরক্ষা ভিকটিম, উদ্বাস্তু, অভিবাসী এবং সংখ্যালঘু এবং জাতীয় ব্যবসায়িক আইন, ইসলামিক আইন ও সামাজিক অধ্যয়নসহ আইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর তার অ্যাকাডেমিক অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক আইন সম্পর্কিত জার্নাল ও বইগুলোতে ৩৫ টিরও বেশি গবেষণা নিবন্ধ ও বইয়ের অধ্যায় রচনায় অবদান রেখেছেন। এর আগে গত (৩ সেপ্টেম্বর) ড. নকীব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |