শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

আইইউবিএটি’র ফল ২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

আইইউবিএটি’র ফল ২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

আইইউবিএটি’র ফল ২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

অনলাইন ডেস্ক: ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) এর নিজস্ব ক্যাম্পাসে আয়োজন করা হয় ফল ২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থী পরিচিতি পর্ব। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই আইইউইবিএটি এর সবুজ ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আয়োজনে যোগ দেয় শিক্ষার্থী এবং অভিভাবগণ। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আইইউবিএটির মিশন, ভিশন, একাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, সোসাইটি অ্যাক্টিভিটি, পরিবহন ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রবের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডীন অধ্যাপক ড. মোজাফ্‌ফর আলম চৌধুরী এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া সহ অন্যান্য শিক্ষকগণ।

এছাড়াও নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির অ্যালামনাই এসোসিয়েশন এর প্রেসিডেন্ট সুলতান মঈন আহমেদ এবং অ্যালামনাই এবং ব্র্যাক নেট লিমিটেড এর ইমার্জিং টেকনোলজি এর প্রধান মোঃ ইউসুফ আলী ইমন। উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রব তার বক্তব্যে বলেন, ‘সময়ের পরিবর্তনের সাথে সাথে আইউবিএটি নিজেদের সেরা প্রমাণ করে এসেছে। তারই ধারাবাহিকতায় দেশের সেরা মেধাবীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার আপ্রাণ চেষ্টা করে আইইউবিএটি। আমি আশা করি আইইউবিএটির এই চেষ্টা তোমরা বৃথা যেতে দিবে না।’ তিনি নবীন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং তাদের সুখী-সমৃদ্ধ বাংলাদেশের রূপায়ণে নিবেদিত হতেও আহ্বান জানান। অনুষ্ঠানে, সকল বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, কো-অর্ডিনেটর, শিক্ষকবৃন্দ, অ্যালামনাই, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন। পরিচয় পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য সম্প্রতি ছয়টি অনুষদের অধীনে দশটি স্নাতক ও চারটি সম্মান কোর্সে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |