শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

বাকৃবিতে শীতকালীন সবজি চাষ প্রদর্শনী অনুষ্ঠিত

বাকৃবিতে শীতকালীন সবজি চাষ প্রদর্শনী অনুষ্ঠিত

বাকৃবিতে শীতকালীন সবজি চাষ প্রদর্শনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) উদ্যোগে শীতকালীন সবজি চাষ প্রদর্শনী-২০২৪ এর উদ্‌বোধনী এবং ময়মনসিংহ অঞ্চলের ১২ জন কৃষকের মাঝে শীতকালীন সবজির চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় বাউএকের হল রুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্‌বোধনী অনুষ্ঠানে বাউএক পরিচালক অধ্যাপক ড. মো: নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো: হাম্মাদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ জাভিদুল হক ভূঁইয়া, গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) পরিচালক অধ্যাপক ড.বেনতুল মাওয়া, বাউএকের অতিরিক্ত পরিচালক ড. মো: এনামুল হক সরকার এবং বাউএকের উপ-পরিচালক মো: আব্দুর রহমান।

এছাড়াও ময়মনসিংহ অঞ্চলের কৃষকেরাও উপস্থিত ছিল। প্রদর্শনীতে নির্বাচিত ১২ জন কৃযক-কৃষাণীর মাঝে বিভিন্ন প্রকার সবজির চারা বিতরণ করেন প্রধান অতিথি অধ্যাপক ড. মো: হাম্মাদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ড. হাম্মাদুর রহমান বলেন, বাউএককে ভবিষ্যতে ধরনের কর্মসূচি আরও বিস্তৃত করতে হবে। আরো অধিক সংখ্যায় কৃষকদের এই ধরনের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। উল্লেখ্য, বাউরেসের অর্থায়নে ‘ময়মনসিংহ জেলার কৃষকদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় বাউএক সরাসরি ময়মনসিংহ জেলার কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে এ সকল কর্মসূচি পালন করছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |