শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

বাকৃবিতে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যাপককে বরখাস্ত

বাকৃবিতে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যাপককে বরখাস্ত

বাকৃবিতে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যাপককে বরখাস্ত

অনলাইন ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক মালয়েশিয়ান নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। গত সোমবার বিকেলে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় ওই সিদ্ধান্ত গ্রহণ করেছে বাকৃবি প্রশাসন। বুধবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের প্রেক্ষিতে অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যে অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদকে শোকজ বা আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে।

ওই বিচারের পাশাপাশি বিগত বছরের যৌন হয়রানির বিষয়গুলো খতিয়ে দেখার জন্য সিন্ডিকেটে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বাংলাদেশে মালয়েশিয়ান দূতাবাস ওই ঘটনার তদন্তের ফলাফল জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি পাঠিয়েছে। এদিকে সঠিক তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের লিগাল এইড উপ-পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো। প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর ড. হারুনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে অধ্যয়নরত মালয়েশিয়ান এক নারী শিক্ষার্থী। অভিযোগের প্রেক্ষিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির কাজ চলাকালে বিভিন্ন সময় ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |