শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

ঢাবির ভিসি চত্বরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

ঢাবির ভিসি চত্বরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

ঢাবির ভিসি চত্বরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে রাত ১০টায় গায়েবানা জানাজা নামাজের আয়োজন করা হয়। নামাজ শেষে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে শেষ হয়। এ সময় তারা ‘টু জিরো টু ফোর, জায়োনিজম নো মোর’, ‘শেইম শেইম শেইম, ইউনাইটেড ন্যাশন’,‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন ভুঁইয়া বলেন, ইসরাইলের ইহুদি এবং তাদের মদদপুষ্টরা মনে করছে ইয়াহিয়া সিনওয়ারকে বেহেশতে পাঠিয়ে তারা বিজয় অর্জন করছ। কিন্তু আমাদের গন্তব্য তো বেহেশতই ছিল। আমরা বিজয় অর্জন করেছি।

একজন ইয়াহিয়া সিনওয়ারকে শহীদ করে হামাসকে দমিয়ে রাখা যাবে না। একজন ইয়াহিয়া সিনওয়ার শহীদ হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ ইয়াহিয়া সিনওয়ার তৈরি হচ্ছে। এর আগে গত ১৭ অক্টোবর রাতে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করে ইসরায়েল। সিনওয়ারের মৃত্যুর ঠিক আগে মুহূর্তের ড্রোন ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কয়েকমাসের মধ্যেই সিনওয়ারকে হত্যার দাবি করছে ইসরায়েল বাহিনী। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে হানিয়া নিহত হওয়ার পর ৬ আগস্ট ৬১ বছর বয়সী ইয়াহিয়া সিনওয়ারকে নতুন নেতা হিসেবে বেছে নেয়ার কথা জানিয়েছিল হামাস।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |