বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

আপডেট
আশুলিয়ায় নারী ও শিশুদেরকে জিম্মি করে বাড়িতে ডাকাতি গ্রেফতার ৪ রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত শিক্ষার্থীরা ন্যায্য মূল্যের শাক-সবজি বিক্রির উদ্যোগ ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু বাকৃবি প্রশাসনের ‘সরকারি চাকরি করতে পারবে না নিষিদ্ধ সংগঠনের কর্মীরা’ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর, যা বললেন সারজিস ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ মত-বিনিময় সভা সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার ঘূর্ণিঝড় দানা : ১৪ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ 
ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু বাকৃবি প্রশাসনের

ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু বাকৃবি প্রশাসনের

ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু বাকৃবি প্রশাসনের

অনলাইন ডেস্ক: আসন্ন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে বাকৃবির পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (২৫ অক্টোবর) ভর্তি পরীক্ষার পূর্বে সকাল ৮ টায় ময়মনসিংহের দিঘারকান্দা বাইপাস মোড় থেকে ২টি বাস এবং মাসকান্দা বাসস্ট্যান্ড ও ব্রিজ মোড় থেকে ২টি বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। একইভাবে সকাল সোয়া ৯ টায় ওই স্থানসমূহ থেকে আরো ৪টি বাস বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসবে। একইভাবে পরীক্ষা শেষ হবার পর দুপুর সোয়া ১২ টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে দিঘারকান্দা বাইপাস মোড়ের উদ্দেশ্যে ২টি বাস এবং ব্রিজ মোড়ের উদ্দেশ্যে ২টি বাস ছেড়ে যাবে।

এ বিষয়ে বাকৃবির পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ বলেন, ভর্তি পরীক্ষার সময় নবাগত শিক্ষার্থীরা অনেক সমস্যার সম্মুখীন হয়। বিশ্ববিদ্যালয়ে আসার জন্য তারা যে যানবাহন সমূহ ব্যবহার করেন যেমন অটো, রিকশা এগুলোর অপ্রতুলতা দেখা যায় এবং ভাড়াও কয়েকগুণ বেড়ে যায়। নবাগত শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগটি গ্রহণ করেছে। নবীন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও বাসে চড়ে ক্যাম্পাসে আসতে পারবেন এবং পরীক্ষার পর নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |