বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
আরিফুর রহমান, প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রাজনৈতিক স্লোগান, নাম বা বক্তব্য সম্বলিত কোটেশন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ এ বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সকল ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও দপ্তর প্রধানকে এই মর্মে জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে কোনো কোনো দাপ্তরিক কাজে ভুলক্রমে পূর্ববর্তী সময়ের রাজনৈতিক শ্লোগান, নাম বা বক্তব্য সম্বলিত সিম্বল বা কোটেশন ব্যবহারের বিষয়টি পরিলক্ষিত হয়েছে। যা অনাকাঙ্খিত ও কোনভাবেই কাম্য নয়। পূর্ববর্তী সময়ের রাজনৈতিক স্লোগান, নাম বা বক্তব্য সম্বলিত সিম্বল বা কোটেশন যেন কোনভাবেই ব্যবহার না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, গতকাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক অফিসিয়াল প্যাডে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানটি দেখা যায়। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা যায়।