বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন

আপডেট
দুর্নীতির বিনিময়ে মসজিদের জন্য নেন ১০ লাখ টাকা অনুদান নেন দুদক কর্মকর্তা! আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম একাত্তরের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইব: জামায়াত আমির রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না সংসদ ও স্থানীয় নির্বাচনে একবারে ভোটগ্রহণের প্রস্তাব সাবেক সিইসি রউফের দুর্যোগে সশস্ত্র বাহিনী দুর্গত জনগণের শেষ ভরসার স্থান জাতি গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক
“Students First” নীতিতে “LGUD” বিভাগে ছাত্রীদের কমনরুম উদ্বোধন

“Students First” নীতিতে “LGUD” বিভাগে ছাত্রীদের কমনরুম উদ্বোধন

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় :“Students First” নীতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগে (LGUD) ছাত্রীদের জন্য কমনরুম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৮ নভেম্বর) কমনরুমটির উদ্বোধন করেন বিভাগটির বিভাগীয় প্রধান সাদিক হাসান শুভ। এসময় উপস্থিত ছিলেন বিভাগটির সহকারী অধ্যাপক ঊসওয়াতুন মাহেরা খুঁশি, সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক আফরোজা ইসলাম লিপি, প্রভাষক আবু সায়েম, প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক মাহিদুল ইসলাম মাহিম ও বিভাগটির বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ।

জানা যায়, কমনরুমটিতে বিশ্রাম নেওয়ার পাশাপাশি রয়েছে নামাজ পড়ার সুবিধা। রুমটির নান্দনিকতায় বৃদ্ধি করতে দেয়ালে দেয়ালে থাকবে বিভিন্ন চিত্রকর্ম। থাকবে মিররসহ বিভিন্ন প্রসাধনী ব্যবহারের সরঞ্জাম। এছাড়া ডে-কেয়ার সেন্টারের বিকল্প হিসেবেও কাজ করবে কক্ষটি।

এবিষয়ে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনিম নাবিলা সত্ত্বা বলেন, বিভাগে মেয়েদের জন্য কমনরুম থাকবে এই ব্যাপারটি খুবই স্বস্তিদায়ক। আজ সাদিক স্যারের নেতৃত্ব মেয়েদের জন্য একটি কমনরুম উদ্বোধন করেছে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ। এই কমনরুমটিতে আমাদের জন্য নামাজ পড়ার সুবিধা ও ক্লাস শেষে বিশ্রাম নেওয়ার সুবিধা রয়েছে। এই সুবিধাগুলো প্রদানের লক্ষ্যে সাদিক স্যারের উদ্যোগে পাটি, বেঞ্চ, চেয়ার, পর্দা, জুতা রাখা হয়েছে। পাশাপাশি নান্দনিকতা বৃদ্ধি করতে দেয়ালে বিভিন্ন ধরণের চিত্রকর্মও ব্যবহার করা হবে যেগুলো মানসিক প্রশান্তি যোগাবে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরোজ তন্বী বলেন, একজন নারী শিক্ষার্থী হিসাবে বিভাগের কমনরুম সংযোজনে আমি খুবই আনন্দিত। কমনরুমটি মেয়েদেরকে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বিশ্রাম নেওয়ার সুবিধা প্রদানের পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার প্রয়োজন মেটাবে। এখানে আমরা সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চা করতে পারবো। সুরক্ষিত এই কমনরুম মেয়েদের মানসিক প্রশান্তি দিবে বলে আশা করি।

২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন, এটি শুধু একটি রুম নয়, এটি মেয়েদের জন্য একটি নিরাপদ ও স্বস্তিদায়ক স্থান। মেয়েদের জন্য একটি আলাদা রুম থাকা সত্ত্বেও পরিচর্যার অভাবে এতদিন ঠিকভাবে ব্যবহৃত হয়নি। এটির পরিচর্যা দীর্ঘদিনের চাহিদা ছিল। এখানে মেয়েরা বিশ্রাম, নামাজ এবং বিভিন্ন সহপাঠ্য কার্যক্রম নির্বিঘ্নে করতে পারবে। এটি শুধু তাদের আরাম ও সহপাঠ্য কার্যক্রমের অংশ নয় বরং আমাদের জেন্ডার সমতার সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। এটি আমাদের বিভাগের ছাত্রীদের প্রতি দায়িত্বশীলতা ও সহানুভূতির প্রতীক। আমি আশা করি, এই কমনরুমটি মেয়েদের মানসিক ও শারীরিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে এবং তাদের শিক্ষাজীবন আরও উপভোগ্য করে তুলবে। আমাদের অনুরোধ থাকবে যেন ভবিষ্যতে এর রক্ষণাবেক্ষণ এবং সুবিধাসমূহ আরও উন্নত করা হয়।

বিভাগটির নান্দনিকতার দায়িত্বে থাকা শিক্ষক মাহিদুল ইসলাম মাহিম বলেন, ডে-কেয়ার সেন্টার, ব্রেস্ট ফিডিং জোনসহ নারীদের জন্য আলাদা সুবিধা বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো নিশ্চিত করা যায়নি। আমরা চেষ্টা করছি অল্প রিসোর্স ব্যবহার করে আমাদের ছাত্রীদের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করতে। ক্রমান্বয়ে কমনরুমটি নান্দনিক করে গড়ে তোলা হবে। এখানে মিররসহ বিভিন্ন প্রসাধনী ব্যবহারের সরঞ্জাম রাখা হবে। কোনো শিক্ষার্থী ড্রেস চেঞ্জ করতে চাইলে সেটাও নির্বিঘ্নে করতে পারবে। দেয়ালে দেয়ালে নান্দনিক কারুকার্য ফুটিয়ে তোলা হবে।

বিভাগটির বিভাগীয় প্রধান সাদিক হাসান শুভ বলেন, আমরা স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগকে শিক্ষার্থীবান্ধব করতে চাই। শিক্ষার্থীদের জন্য আমরা এ বিভাগকে আরও গ্রহণযোগ্য করে তুলতে চাই। আমাদের মেয়েদের বসার বা বিশ্রামের জন্য কোন জায়গা নেই। আমাদের মেয়েরা যেন স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিতে পারে, নামাজ পড়তে পারে ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম করতে পারে সেজন্য আমরা এই কমনরুমটি করেছি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |