বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

আপডেট
একাত্তরের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইব: জামায়াত আমির রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না সংসদ ও স্থানীয় নির্বাচনে একবারে ভোটগ্রহণের প্রস্তাব সাবেক সিইসি রউফের দুর্যোগে সশস্ত্র বাহিনী দুর্গত জনগণের শেষ ভরসার স্থান জাতি গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ঢাকার সড়কে অটোরিকশা চালকরা, বন্ধ যান চলাচল জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক ময়মনসিংহে ট্যুরিস্ট পুলিশের “National Integrity Strategies” বিষয়ক কোর্স এর সমাপনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বিভাগের শিক্ষার্থীদের ১১ দফা: জাবি ক্যাম্পাসে মোটরচালিত যানবাহন বন্ধ
বিভাগের শিক্ষার্থীদের ১১ দফা: জাবি ক্যাম্পাসে মোটরচালিত যানবাহন বন্ধ

বিভাগের শিক্ষার্থীদের ১১ দফা: জাবি ক্যাম্পাসে মোটরচালিত যানবাহন বন্ধ

শহিদুল্লাহ মনসুর, জাবি: ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আফসানা করিমের (রাচি) মৃত্যুর ঘটনায় দিনভর ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্যাম্পাসের অভ্যন্তরে সকল প্রকার মোটরচালিত যানবাহন প্রবেশ বন্ধ রয়েছে। ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণসহ ১১ দফা দাবি দিয়েছেন বিভাগের সহপাঠীরা।

এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে একটি দ্রুতগামী অটোরিকশা পেছন থেকে আঘাত করলে গুরুতর আহত হন আফসানা করিম। আহত অবস্থায় তাকে প্রথমে বিশ^বিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ও পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭ টায় এনাম মেডিকেলে দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী আফসানা করিম (রাচি) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার নিজ জেলা শেরপুর। তবে তিনি ঢাকার গ্রীণ রোডে পরিবারের সাথে থাকেন।

এদিকে এ ঘটনায় উপাচার্যের বাসভবনের সামনে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেছে বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা উপাচার্যের কাছে ১১ দফা দাবি উত্থাপন করেন। তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো- ২৪ ঘন্টার মধ্যে অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, ৭ দিনের মধ্যে চিকিৎসাকেন্দ্রের আধুনিকায়ন, রাস্তার পাশে ফুটপাত নির্মাণ ও সিসিটিভি যুক্ত করা, ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু এবং সকল শিক্ষার্থীকে স্বাস্থ্যবীমার আওতায় আনা।

এ ঘটনায় বুধবার সকাল পৌনে ৭টা থেকে বিশ^বিদ্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে প্রধান ফটকে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে দুপুর ২ টায় কেন্দ্রীয় খেলার মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে শাখা ছাত্রশিবির। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যানবাহনের জন্য সচেতনতামূলক ব্যানার স্থাপন করেছে শাখা ছাত্রদল।

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) আব্দুর রহমান বাবুলকে সাময়িক বরখাস্ত করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। তার স্থলে পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার আবুল কাশেমকে সাময়িকভাবে এস্টেট অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দূর্ঘটনার সময় দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা মো. রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার মো. আবদুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে বুধবার সকাল থেকে এক দিনের শোক দিবস ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন বিশ^বিদ্যালয়ের পতাকা অর্ধনমিত ও সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া পরিবহন অফিসের সকল বাস-গাড়ি চলাচল বন্ধ ছিলো। এ ঘটনায় শোক জানিয়ে উপাচার্য বলেন, মেধাবী শিক্ষার্থী আফসানা করিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে রিকশা চালককে শনাক্ত করা হয়েছে। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। অবিলম্বে ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |