বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তৌফিক আল মাহমুদ, নোবিপ্রবি:  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির সপ্তদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ে শহীদ সার্জেন্ট রুমি ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিবেটিং সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ- উপাচার্য ড. রেজাওয়ানুল হক, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আতিকুর রহমান ভূঁইয়া ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মুুহাম্মদ নাজিম উদ্দিন আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর আফসানা মৌসুমি। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মুবদি রাফিনের  সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন  সাইদ বিন হায়দার ও সায়মা ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত রিন্তি।
নোবিপ্রবি’র সার্জেন্ট রুমি ভবনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।সম্প্রতি নবীন বিতর্কিকদের নিয়ে আয়োজিত ফ্রেশার্স লীগ ১.১ এর ফলাফল ঘোষাণা করে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির দপ্তর সম্পাদক সায়মা ইসলাম চৌধুরী।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আগেই ফ্রেশার্স লীগের ফাইনাল অনুষ্ঠিত হয়। টিম Among Us ফার্মেসি বিভাগের টিম Luminous কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে তারা। একই সাথে ডিবেটার্স অব দ্যা টুর্ণামেন্ট ও ডিবেটার্স অব দ্যা ফাইনাল  নির্বাচিত হয় অরিন্দম চৌধুরী।ফাইনাল রাউন্ডে স্পিকার  ছিলেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি মো:ফাহাদ হোসেন।
নোবিপ্রবি উপ- উপাচার্য ড. রেজাওয়ানুল হক বলেন,” বিতর্ক সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে আমাদের বাস্তব জীবনে।ডিবেটিং ক্লাব সবসময় যুক্তির পথে, শান্তির পথে সত্যের পথে। আমি বিশ্বাস করি ডিবেটিং সোসাইটির ১৭ বছরের যে পথচলা তা আরো এগিয়ে যাবে। আমি শিক্ষার্থীদের পরামর্শ দিবো পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে জড়িত থাকার জন্য যাতে অলস সময় অন্যন্য কাজে ব্যায় না হয়।  বিতর্ক সবসময় জ্ঞানের রাজ্যের পরিধি বৃদ্ধি করার পথ তৈরি করে।”
এরপর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য বলেন, সবাইকে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি ১৭ তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন  ১৩- ১৯ বছর বয়স সকল ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ সে হিসেবে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি তার জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছে।নোবিপ্রবির সুনাম বৃদ্ধি জন্য কাজ করে যাচ্ছে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি। তাদের কার্যক্রম শুধু ক্যাম্পাসেই নয়, প্রশংসা কুড়াচ্ছে সারাদেশের। মেধা বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি এইধরনের সংগঠনের সঙ্গে যুক্ত থাকার প্রয়োজনীয়তা অনেক বেশি। ।
উল্রেখ্য,২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলে আয়োজিত বির্তক প্রতিযোগিতাসহ দেশের সমসাময়িক নানান বিষয়ে মতামত ও যুক্তি প্রদানের মধ্য দিয়ে সেরা তার্কিক এবং মেধাবী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |