বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

ইবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

ইবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

ওয়াসিফ আল আবরার, ইবি প্রতিনিধি: “যেখানে মানবাধিকার এবং আইনের শাসন বিরাজ করে সেখানে ন্যায়বিচারের বিকাশ ঘটে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১:০০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমীক ভবন থেকে ‘ল ক্লাবের’ উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

এসময় র‍্যালিতে শিক্ষার্থীদের হাতে এসো সবাই ঐক্য গড়ি, সবার অধিকার রক্ষা করি; অন্যায় বন্ধ করো, অধিকার রক্ষা করো!” সহ নানা স্লোগান দেখা যায়। এতে উপস্থিত ছিলেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল, জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. নূরুন নাহার, অধ্যাপক ড. হালিমা খাতুন, ল ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. আরমিন খাতুন সহ অর্ধশতাধিক শিক্ষার্থীবৃন্দ।

র‍্যালি শেষে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মানুষের সহজাত ও অ-হস্তান্তরযোগ্য যে অধিকার রয়েছে সেই অধিকারটুকু সমুন্নত রাখতে প্রতিবছর মানবাধিকার দিবসের মাধ্যমে বার্তা দেয়া হয়। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলে অনায়াসে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। প্রতিটি মানুষ ও ব্যক্তির অধিকারকে সমুন্নত রাখতে এবং কার্যকরী পদক্ষেপ নিতে আমাদের আইন বিভাগ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারের প্রতি প্রত্যাশা রাখি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |