শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

আপডেট
লক্ষ্মীপুরে ফ্রি চিকিৎসা পেল ৫ শতাধিক দরিদ্র ও গরীব রোগী কালের সাক্ষী কালীগঞ্জের এশিয়ার বৃহত্তম বটগাছ  মালচিং পদ্ধতিতে সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের কর্মস্থলে দেড় বছর অনুপস্থিত ক্লিনিক ব্যবসায় জড়িত চিকিৎসক দম্পতি তোর এক পা কেটেছি, আরেকটাও কাটব বিগত সরকার উন্নয়নের নামে অর্থ লুটপাট করেছে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা করা সেই নারী গ্রেপ্তার শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে স্নাতক ডিগ্রি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে সাইকা গণমাধ্যমকর্মীরা জাতির অন্যতম স্তম্ভ, তাঁদের বস্তুনিষ্ঠ হতে হবে; ওয়াদুদ ভূইয়া প্রতিদিন লক্ষ টাকার মাছ বেচাকেনা হয় ঘাটের বাজার মাছের আড়ৎ মির্জাপুরে
করোনা: এক দিনে শনাক্ত ২১৪, মৃত্যু ১ জনের

করোনা: এক দিনে শনাক্ত ২১৪, মৃত্যু ১ জনের

বাংলাদেশে করোনাভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩২৬ জনে।

দেশে ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ১২ হাজার ৩৭৬ জন। শুক্রবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৫৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৯৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৬৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |