সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

মৃত্যুশূন্য দিনে করোনায় শনাক্ত বেড়েছে

মৃত্যুশূন্য দিনে করোনায় শনাক্ত বেড়েছে

গত ২৪ ঘণ্টায় ৩৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ১৩ হাজার ৯৪ জন। মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৮ জন।

সোমবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে, রোববার একজনের মৃত্যু এবং ২৩০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৪৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৬৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯৪ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে ভর্তি হয়েছেন ১১ জন এবং ছাড়া পেয়েছেন ১০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৫০৩ জন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |