শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন

আপডেট
প্রচ্ছদ কোভিড-১৯ নাক দিয়ে নেওয়ার করোনা ভ্যাকসিন অনুমোদন দিল ভারত

প্রচ্ছদ কোভিড-১৯ নাক দিয়ে নেওয়ার করোনা ভ্যাকসিন অনুমোদন দিল ভারত

ভারত বায়োটেকের তৈরি কোভিড-১৯ প্রতিরোধী নাসাল ভ্যাকসিন (নাকে দেওয়ার ভ্যাকসিন) ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওষুধ নিয়ন্ত্রক অধিদপ্তর। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

১৮ ও তার বেশি বয়সীদের ও জরুরি প্রয়োজনে নাকে দেওয়ার এ ভ্যাকসিন ব্যবহার করা যাবে।

মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. মানসুখ মান্দাভিয়া বলেছেন, জরুরি পরিস্থিতিতে প্রাপ্ত বয়স্কদের সীমিত ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ নিয়ন্ত্রক অধিদপ্তর।

ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিজ্ঞান, গবেষণা, উন্নয়ন এবং মানবসম্পদকে কাজে লাগিয়েছে।

নাসাল ভ্যাকসিন কিভাবে দেওয়া হবে?

নাসাল ভ্যাকসিন নাকের ভেতর স্প্রে করা হবে এবং শ্বাসের মাধ্যমে সেটি ভেতরে টেনে নেবেন ভ্যাকসিন ব্যবহারকারী ব্যক্তি।

প্রথমদিকে যে ভ্যাকসিনগুলো উদ্ভাবন করা হয়েছিল সেগুলো ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করা হত। তাছাড়া শিশুদের জন্য মুখে খাওয়ানোর ভ্যাকসিনও ছিল।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |