মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

পটুয়াখালীতে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক

পটুয়াখালীতে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক

অনলাইন ডেস্ক:  পটুয়াখালীর মির্জাগঞ্জে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ উপজেলা বিএনপির এক নেতাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে স্থানীয় সুবিদখালি তিন রাস্তার মোড় সংলগ্ন এলাকায় উপজেলা সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর ফরাজীর (৪৮) নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া জাহাঙ্গীর আলম ফরাজী উত্তর সুবিদখালী গ্রামের বাসিন্দা মোতালেব ফরাজির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জাহাঙ্গীর ফরাজীর বাড়িতে অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলিসহ জাহাঙ্গীর ফরাজীকে আটক করে। তাকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বিএনপি নেতা আটকের বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চা‌লি‌য়ে জাহাঙ্গীর ফরা‌জি‌র বাড়ি তল্লাশি করা হয়। এ সময় বাড়ির দুটি ভিন্ন কক্ষে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের প‌রে তা‌কে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযানে নেমেছে তারই ধারাবাহিকতায় এই অভিযান। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

মির্জাগঞ্জ থানার ওসি শামীম হাওলাদার বলেন, আটক হওয়া জাহাঙ্গীর ফরাজীর বর্তমানে থানা হেফাজতে আছেন। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |