সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

বোরো ধান গাছের সাথে এ কেমন শত্রুতা!

বোরো ধান গাছের সাথে এ কেমন শত্রুতা!

বোরো ধান গাছের সাথে এ কেমন শত্রুতা!

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ  নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাতের বেলায় আবুল কালাম বাঙ্গালি নামে এক কৃষকের ১০ শতাংশ জমির ধান গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (১৪ এপ্রিল) দিনগত রাতে উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামের হাওরে ঘটেছে এ ঘটনাটি।
আলমপুর গ্রামের কৃষক আবুল কালাম বাঙ্গালী বলেন, এবার তিনি তার ১০ শতাংশ জমিতে বোরো ধান চাষ করেছেন। এরই মধ্যে ধান গাছগুলো বড় হচ্ছিল। কিন্তু গত রোববার রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা পুরো জমির ধান গাছের মাথা কেটে নিয়ে গেছে। কৃষক আবুল কালাম আরো বলেন, আমি সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন স্যারের সাথে কথা বলে কাটা ধান গাছগুলো নিয়ে দেখা করতে যাচ্ছি এবং থানায় অভিযোগ করব।
স্থানীয় মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছালাম বাঙ্গালী  বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। আমি চাই যারা এ ঘটনার সাথে জড়িত তাদের উপযুক্ত বিচার হোক। এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক পিপিএম বলেন, এ বিষয়ে ভুক্তভোগী কৃষক থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |