শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

আপডেট
‘বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছে অন্তর্বর্তী সরকার’ হেনরী দম্পতি আবারো রিমান্ডে, কারাবাসের ৩১ দিনের ২০ দিনই রিমান্ডে টেকসই উন্নয়ন নিশ্চিতে সমবায় ভিত্তিক সমাজ গড়ার বিকল্প নেই : রাষ্ট্রপতি কাকরাইলসহ আশপাশের এলাকায় শনিবার সভা-সমাবেশ নিষিদ্ধ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ প্রথম দিনের কার্যক্রম যাচাইকরণে ডিআইজি হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্ত পার হতে ১০ লাখ টাকার চুক্তি মেঘনায় প্রধান শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা দিলেন শেখেরগাঁও সমাজ সেবা নাগরিক ফোরাম ১ম বার গণতান্ত্রিক পদ্ধতিতে চবির নেত্রকোনা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নির্বাচন ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত শীতের আগমনে নীলফামারীতে লেপ-তোশক তৈরির হিড়িক
যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‍্যাব-৬,কর্তৃক আটক

যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‍্যাব-৬,কর্তৃক আটক

যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‍্যাব-৬,কর্তৃক আটক

দিপু মন্ডল প্রতিনিধি যশোর :
যশোর শার্শা থানা এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ আলামিনকে গ্রেফতার করে র‍্যাব -৬ যশোর। র‍্যাব -৬,সিপিসি ৩ সুত্রে জানা যায়,শার্শা থানার মামলা নং- ৪২, তারিখ- ২৭ আগস্ট ২০১৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলার আসামী মোঃ আলামিন (৩৫) এর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী মোঃ আলামিন (৩৫) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গত ইং ১১ জুন আসামীকে যাবজ্জীবন সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।
র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী যশোর জেলার শার্শা থানাধীন ডিহি ইউনিয়ন পরিষদ এর সামনে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি আভিযানিক দলটি উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আলামিন (৩৫), পিতা- মৃত আলী হোসেন, সাং- টেংরালী বাউন্ডারী থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ইং ২৭ আগস্ট ২০১৮ তারিখে ৩০০ গ্রাম হিরোইন সহ শার্শা থানাধীন ডিহি ইউনিয়নের পাঁকশিয়া বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামী’কে যশোর জেলার শার্শা থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |