শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের বার্ষিক শেষ করতে হবে : শিক্ষা মন্ত্রণালয়

নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের বার্ষিক শেষ করতে হবে : শিক্ষা মন্ত্রণালয়

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যেন সমস্যায় না পড়ে সেই ভাবনা থেকে দ্রুত পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। সেই লক্ষ্যে আগামী নভেম্বর মাসে সারা দেশের স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সেই সুযোগে অক্টোবর মাসেই নভেম্বর ও ডিসেম্বরের অগ্রিম টিউশন ফি আদায় শুরু করেছে স্কুলগুলো। এমন অভিযোগ পাওয়ার পর শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম কোনো টিউশন ফি আদায় না করতে কড়া নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।

গততকাল (৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণায়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব জহিরুল ইসলামের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আগামী ১৫ অক্টোবরে ৪৩তম বিসিএসের ভাইভা শুরু

এতে বলা হয়েছে, শুধু সংশ্লিষ্ট মাসের টিউশন ফি সংশ্লিষ্ট মাসেই নিতে হবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকে নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, চলতি বছরের মাধ্যমিক ও সমমানের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্যে সমাপ্ত হবে। এ অজুহাতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর— তিন মাসের টিউশন ফি শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে অগ্রিম আদায়ের নোটিশ দিয়েছে। এতে অভিভাবকেরা অসহনীয় আর্থিক চাপের মধ্যে পড়বেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |