বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

আপডেট
বিচারবহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ

বিচারবহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ

বিচারবহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ

ইবি প্রতিনিধিঃ সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ইবির সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে বৃহস্পতিবার রাত ৯টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল বের হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের ডায়না চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়করা সহ বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মিছিলে শিক্ষার্থীরা ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’, ‘তোফাজ্জলের খুনীদের, ফাঁসি চাই ফাঁসি চাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘বিশ্বজিৎ এর রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আবরারের রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীরা বিগত ১৫ বছর ধরে দেশে স্বৈরাচারী সরকারের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যেই সংস্কৃতি দেশে চলমান তার কঠোর নিন্দা জানিয়ে অনতিবিলম্বে এসমস্ত কার্যক্রম বন্ধের দাবি জানান।

ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ছাত্র আন্দোলনকে যারাই বিতর্কিত করার চেষ্টা করবে তাদেরকে ছাত্র-জনতা শক্ত হাতে প্রতিহত করবে৷ শত শত শহীদের রক্তের সঙ্গে আমরা বেঈমানী করতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ‘মব জাস্টিস’ এর নামে যে বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘটছে অতিদ্রুত তার সঠিক বিচার করতে হবে। এসব ঘটনায় জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে পরবর্তীতে কেউ এ ধরনের কর্মকান্ড ঘটানোর দুঃসাহস না দেখায়৷ যতদিন পর্যন্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে৷

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |