বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয়: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জুলাই-আগস্ট শহীদ স্মরণে আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় আইন ও বিচার বিভাগকে উড়িয়ে ২-০ গোলে প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ।
ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারায় স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে আনন্দের জোয়ার ও বিজয় উল্লাস। ট্রফি ও জোড়া ছাগল নিয়ে নেচে গেয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় মিছিল করেছেন তারা। এসময় তারা বিভিন্ন স্লোগানে ক্যাম্পাসকে মুখরিত করে তোলেন। পরে রাতে একসাথে বসে ছাগলের মাংস দিয়ে খাবার খেয়ে ‘এলজিইউডি নাইট’ উদযাপন করেন তারা।
খেলায় চ্যাম্পিয়ন হতে পেরে আনন্দ প্রকাশ করে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ক্যাপ্টেন এ্যালবার্ট কলিন্স ত্রিপুরা বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ইচ্ছা ছিল আন্তঃবিভাগ টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হব। সবসময় আমাদের টিম ভাল ছিল কিন্তু আমরা কোনভাবেই আমাদের সম্ভাবনাকে সাফল্যে বাস্তবায়ন করতে পারছিলাম না। অবশেষে আমরা জিততে পেরেছি। নিজেদের প্রমাণ করতে পেরেছি। এই অর্জন আমাদের সকল সতীর্থ, বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা, কর্মচারীদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই জয় আমাদের বিভাগকে উৎসর্গ করি।
দলটির টিম ম্যানেজার মাহিদুল ইসলাম মাহিম বলেন, ছেলেরা দুর্দান্ত খেলেছে আজকের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। বিগত খেলাগুলোর মতো এই খেলাতেও আমরা ঐক্যবদ্ধ ছিলাম। কোনও বাধা বা সমস্যা আমাদের অই ঐক্য চিড় ধরাতে পারেনি।
এলজিইউডি টিমের কোচ মো. রাকিবুল ইসলাম বলেন, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় আমরা পুরো বিভাগ ভীষণ আনন্দিত। ছেলেরা অনেক পরিশ্রম করেছে আজকের দিনটির জন্য। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলেছে ওরা। বিভাগীয় প্রধান ও বিভাগের সকল শিক্ষক মাঠে থেকে নিয়মিত আমাদের ছেলেদের উৎসাহ প্রদান করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। পুরো দল আজ সর্বোচ্চটা দিয়ে খেলেছে। এই সাফল্য বারবার ফিরে আসুক। আয়োজক কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা সুষ্ঠু ও সুন্দর একটি আয়োজনের জন্য।
বিভাগটির বিভাগীয় প্রধান সাদিক হাসান শুভ বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই খেলোয়াররা প্রচুর পরিশ্রম করেছে। আমাদের দিক থেকেও সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের টার্গেটই ছিল আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি। এই চ্যাম্পিয়নশীপের মাধ্যমে আমরা আত্মবিশ্বাস অর্জন করেছি, পরিচিতি অর্জন করেছি। আমি বিশ্বাস করি এই বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা রাখে। আমি তাদের সফলতা কামনা করছি।
উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্যে বলেছিলাম খেলা হলো ভ্রাতৃত্বের প্রতীক, ঐক্যের প্রতীক। আজকের এই ফাইনাল খেলা দেখতে এসে দর্শকদের উপস্থিতি দেখে আমি বুঝতে পারলাম বিশ্ববিদ্যালয় পরিবারে সবার মধ্যে সেই ঐক্য তৈরি হয়েছে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে একটা সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধের তৈরি হয়েছে।
উল্লেখ্য, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। এছাড়াওও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগকে চ্যাম্পিয়ন ট্রফি এবং আইন ও বিচার বিভাগকে রানার আপ ট্রফি তুলে দেন।বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের আয়োজনে এই প্রতিযোগিতা গত ২৫ নভেম্বর উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ২৪ টি বিভাগ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিটি গ্রুপে ৩টি করে বিভাগ নিয়ে মোট ৮টি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।