শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

আপডেট
কুলিয়ারচরে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা গ্রেফতার প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক মহানবী(সা.)কে নিয়ে কটুক্তি করায় গোয়ালন্দে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল নবীনগরে লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, মিলেছিলেন প্রাণের বন্ধনে গাজীপুর খাঁন সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ‘৯২ ব্যাচ’ সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে ৩ দিনের রিমান্ডে কৃষকলীগ সভাপতি সমীর চন্দ মিরসরাইয়ের রুপসী ঝরনায় ডুবে দুই পর্যটকের মৃত্যু ইবির পাখিচত্বরের বৈচিত্র্য ফেরাতে অভয়ারণ্যের উদ্যোগ জয়পুরহাটে সাবেক পৌর কাউন্সলির জাকরি হোসনে সহ গ্রেফতার ৪
যে ভয়ে দেলোয়ার জাহান ঝন্টুর সিনেমা ফিরিয়ে দেন মাহি

যে ভয়ে দেলোয়ার জাহান ঝন্টুর সিনেমা ফিরিয়ে দেন মাহি

সর্বোচ্চসংখ্যক সিনেমার নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু প্রায়শই মেজাজ হারিয়ে বিতর্কিত মন্তব্য করেন, যা নিয়ে শোরগোলে মেতে থাকে সিনেপাড়া।

সুপারস্টার শাকিব খান, নায়ক জায়েদ খান, নায়িকা দীঘি, চিত্রনায়ক অনন্ত জলিলের বিষয়ে মন্তব্য করে আলোচনায় ছিলেন এ নির্মাতা। এবার চিত্রনায়িকা মাহিয়া মাহির সমালোচনা করলেন এ গুণী নির্মাতা ও চিত্রনাট্যকার।

সম্প্রতি সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমার একটি সংবাদ সম্মেলনে হাজির হয়ে নায়িকা মাহির তীব্র সমালোচনা করেন ঝন্টু। মাহিকে ঠিকমতো চেনেন না বলেও মন্তব্য করেন তিনি।

ওই অনুষ্ঠানে সিনেমার নায়ক রোশান ও নায়িকা মাহি উপস্থিত ছিলেন না।

এবার ঝন্টুর পাল্টা জবাব দিলেন মাহি।

বৃহস্পতিবার ‘আশীর্বাদ’ সিনেমার আরেকটি সংবাদ সম্মেলন হয়। যেখানে প্রযোজক ছাড়া নির্মাতা, নায়ক-নায়িকা সবাই উপস্থিত ছিলেন।

আর সেই অনুষ্ঠানে দেলোয়ার জাহান ঝন্টুকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন মাহিয়া মাহি।  না জেনে বুঝে নেতিবাচক মন্তব্য থেকে ঝন্টুকে বিরত থাকতে অনুরোধ করেন ‘অগ্নি’খ্যাত নায়িকা।

তাকে না চেনার বিষয়ে মাহি বলেন,  ‘আপনি আমাকে চেনেন না বলেছেন। অথচ কিছু দিন আগে আপনিই আপনার সিনেমার জন্য আমাকে গল্প শুনিয়েছিলেন। আপনার হয়তো মনে নেই। কিন্তু আমি সিনেমাটি করিনি।’

কেন সিনেমাটি করেননি তার কারণও জানান মাহি।  ‘চড় খাওয়া’র ভয়ে তিনি ঝন্টুর সিনেমা ফিরিয়ে দিয়েছেন বলে জানান।

তিনি বলেন, ‘প্রযোজককে বলেছি— ভাইয়া, আমি সিনেমাটি করতে চাচ্ছি না। কারণ উনার রাগ অনেক বেশি। শুটিংয়ের সময় আমাকে চড়-থাপ্পড় মেরে বসতে পারেন।’

ঝন্টুর উদ্দেশ্যে এ নায়িকা আরও বলেন, ‘স্যার, সেদিন আপনি আমাদের অনেক সমালোচনা করেছেন, অনেক কিছু বলেছেন। আমি অনুরোধ করব, আপনি এটা করবেন না। কেননা ঘটনার সময় আপনি উপস্থিত ছিলেন না। অতএব না জেনে, না দেখে এভাবে কথা বলবেন না। কারণ আপনি যখন আমাদের নিয়ে এভাবে কথা বলেন তখন দর্শকের কাছে অনেক ছোট হয়ে যাই আমরা।’

প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদানে নির্মিতি হয়েছে ‘আশীর্বাদ’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।  এর প্রযোজনায় ছিলেন জেনিফার ফেরদৌস।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |