শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন

আপডেট
খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে- হাজী জসিম উদ্দিন  মিরসরাইয়ে ৩৫তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১৫০০ শিক্ষার্থী সহায় সম্বল হারিয়ে দিশেহারা গোশত ব্যবসায়ী রফিক ; দ্বারে দ্বারে ঘুরছেন মহিষের আশায় ভালো নেই বাঁশ ও বেতশিল্পের কারিগররা আমাগো আব্বু আর আইবো না, গুল্লি কইররা মাইররা ফালাইসে এমপি বাবুর বাড়ি গাড়ি অঢেল সম্পদ যুবলীগ নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার কক্সবাজারে গভীর রাতে মাকে হত্যা করে থানায় হাজির ছেলে সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: সংস্কার কমিশন সদস্য তোফায়েল আহমেদ জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী
সামনে এলেন নেটফ্লিক্সের বাঁধন

সামনে এলেন নেটফ্লিক্সের বাঁধন

বলিউডের প্রখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এটা তার ভক্ত-শুভকাঙক্ষীরা ভালো করেই জানেন।

নতুন খবর হলো, সোমবার (২৯ আগস্ট) বিশ্বের প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে সিনেমাটির একটি টিজার। এর ফলে বলিউড দুনিয়াতেও অভিষেক হলো বাংলাদেশি এ তারকার।

৪৭ সেকেন্ডের এই টিজার রহস্যঘেরা এক গল্পের আভাস দিয়ে গেছে। টিজারে বলিউডের নন্দিত অভিনেত্রী টাবুর সঙ্গে দেখা গেছে বাঁধনকে। আরও ছিলেন আলি ফজল ও আশিষ বিদ্যার্থি।

জানা যায়, নেটফ্লিক্সের সিনেমাটি নির্মিত য়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন। শিগগিরই ‘খুফিয়া’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।

উল্লেখ্য, এই সিনেমার জন্য বিশাল ভরদ্বাজ প্রথমে প্রস্তাব পাঠিয়েছিলেন বিদ্যা সিনহা মিমের কাছে। এরপর মেহজাবীনকেও একই প্রস্তাব দিয়ে ব্যর্থ হন তিনি। দুই অভিনেত্রীরই মন্তব্য ছিল, এর গল্পের সঙ্গে নেতিবাচকভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। তবে শেষ পর্যন্ত কাজটি করেছেন বাঁধন। দেখা যাক কী রয়েছে এতে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |