বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

চলে গেলেন অভিনেতা সাগর হুদার

চলে গেলেন অভিনেতা সাগর হুদার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাগর হুদা না ফেরার দেশে চলে  গেছেন (ইন্না…রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।

মঙ্গলবার রাতে স্ট্রোক করেছিলেন সাগর হুদা। বুধবার অভিনেতা সাগর হুদার মৃত্যুর বিষয়টি ফেসবুকে তুলে ধরে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ জানান, সাগর ভাই আল্লাহর কাছে চলে গেলেন। আমি বোঝাতে পারব না আমার ঠিক কেমন বুক ফাটা কষ্ট হচ্ছে। উনি শুধুই একজন ভালো অভিনেতা ছিলেন না, ছিলেন একজন পরম পরোপকারী শুদ্ধ মনের ভালো মানুষ। আমার ভাই সাগর ভাই আপনি আল্লাহর কাছে থাকুন কিছুদিন। আমিও আসছি ভাই।

সাগর হুদা নিয়মিত নাটকে কাজ করতেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেল সেলামি’। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা, নাট্য পরিচালক ও ভক্তরা শোক জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |