বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

শিল্পী আসিফের পাসপোর্ট নিয়ে রুল

শিল্পী আসিফের পাসপোর্ট নিয়ে রুল

শিল্পী আসিফ আকবরকে নতুন ই-পাসপোর্ট দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা অ্যান্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস,ঢাকা), যুগ্ম পরিচালকে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, টাকা) রুলের জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো.আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

গত বছর ১১ নভেম্বর নতুন ই-পাসপোর্টের জন্য আবেদন করেন আসিফ।

আবেদন করেও না পাওয়ায় গত ২৩ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন আসিফ আকবর। তার আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাজ্জাদ হায়দার ও আইনজীবী এম আনিসুজ্জামান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |