শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

আপডেট
নিলামে শ্রীলেখার জামাকাপড়

নিলামে শ্রীলেখার জামাকাপড়

নিজের জামাকাপড় নিলামে তুলতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক পোস্ট এই ঘোষণা দেন তিনি।

নিজের ব্যবহৃত ও অব্যবহৃত জামাকাপড়ের ছবি ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা বলেন—‘অনেক ভেবে দেখলাম, অত জামাকাপড় আমার আর প্রয়োজন নেই। কিছু-কিছু নিলাম করব, কেমন হবে? একবার পরা, একবারও না পরা অনেক পোশাক, শাড়ি আছে আমার।’

নিলামে আয়কৃত অর্থ পথের কুকুরদের জন্য ব্যয় করবেন শ্রীলেখা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যেই টাকা উঠবে (যদি ওঠে), সেটা দিয়ে চারপেয়ে বাচ্চাগুলোর জন্য একটি ফান্ড তৈরি করব। ভাবনাটা ঠিক ভাবলাম কি? জানিও।’

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ভারতে লকডাউন ঘোষণা করেছিল সরকার। ওই সময়ে বিত্তবানদের খুব একটা অসুবিধা না হলেও থমকে যায় দৈনিক মজুরিতে কাজ করা নিম্ন আয়ের মানুষের জীবন। সেই সঙ্গে রাস্তায় থাকা কুকুরগুলো অনাহারে ঘুরেছে। আর এ বিষয়টি সহজভাবে নিতে পারেননি শ্রীলেখা। তাই নিজ উদ্যোগে রাস্তার কুকুরদের খাবারের ব্যবস্থা করেছিলেন এই অভিনেত্রী। ফের রাস্তার কুকুরের জন্য নিজের জামাকাপড় নিলামে তোলার ঘোষণা দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

শ্রীলেখার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে একজন বলেন—‘এটি ভালো উদ্যোগ। তবে প্রচুর মানুষ এই জামাকাপড় হাতে পেলে হয়তো স্বর্গ পেতো। এদিকটাও ভেবে দেখার অনুরোধ রইলো।’ এর জবাবে শ্রীলেখা বলেন, ‘এজন্য কিছু জামাকাপড় আলাদা করে রেখেছি।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |