শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

আপডেট
ফাইভ-ডি ভার্সনে মহাভারত: বাজেট ৭০০ কোটির বেশি

ফাইভ-ডি ভার্সনে মহাভারত: বাজেট ৭০০ কোটির বেশি

‘মহাভারত’ নিয়ে বলিউডে এখন পর্যন্ত একটি সিনেমা নির্মিত হয়েছে; যা ১৯৬৫ সালে মুক্তি পায়। প্রদীপ কুমার, পদ্মিনী, দারা সিং, মুমতাজ অভিনীত এ সিনেমা প্রযোজনা করেন প্রয়াত এ জি নাদিয়াদওয়ালা।

নতুন খবর হলো, ফের নির্মিত হতে যাচ্ছে ‘মহাভারত’। যার ট্যাগলাইন— ‘রাইট ওভার মাইট’। ফাইভ-ডি ভার্সনে সিনেমাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭০০ কোটি রুপির বেশি। এটি প্রযোজনা করবেন এ জি নাদিয়াদওয়ালার ছেলে ফিরোজ নাদিয়াদওয়ালা। যদিও মেগা এক্সক্লুসিভ সিনেমাটির পরিচালক এখনো চূড়ান্ত হয়নি।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করবেন—অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিং, পরেশ রাওয়াল, নানা পাটেকর, অনিল কাপুরের মতো শক্তিমান অভিনেতারা। এ ছাড়াও দক্ষিণী সিনেমার তারকাদেরও যুক্ত করার চিন্তাভাবনা চলছে।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ফিরোজ নাদিয়াদওয়ালা ‘মহাভারত’ নিয়ে কাজ শুরু করেছেন। গত ৪-৫ বছর ধরে চিত্রনাট্যের কাজ করছেন। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ হিন্দিসহ বিভিন্ন ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক রেকর্ড হবে যুক্তরাষ্ট্রে। আর ভিএফএক্সের দায়িত্বে থাকবে লস অ্যাঞ্জেলেসের একটি শীর্ষ কোম্পানি।

১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহাভারত’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। ফিরোজ ও তার টিম একই ‘গল্প-বিন্যাস’ নতুনভাবে দর্শকদের দেখাবেন। ফাইভ-ডি ‘মহাভারত’-এর ব্যাপ্তি হবে তিন ঘণ্টা। যার বেশিরভাগ অ্যাকশন দৃশ্য হবে বাস্তব। ভিএফএক্স কারিশমার চেয়ে সিনেমার গল্প বলা, আবেগ, সংলাপ— সবই বাস্তবধর্মী চান প্রযোজক ফিরোজ।

উল্লেখ্য, প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা বেশকিছু ক্ল্যাসিক-কমেডি ঘরানার সিনেমা নির্মাণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘হেরা ফেরি’, ‘ওয়েলকাম’ প্রভৃতি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |