বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক
পরীমনি বর্তমানে মাতৃত্বকালীন সময় কাটাচ্ছেন। সংসার ও পুত্র সন্তানকে নিয়ে দিন কাটছে তার। শুটিং থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এই নায়িকা।
বৃহস্পতিবার পরীমনি নায়ক সিয়ামকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন: ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে।’
পরীমনির এমন স্ট্যাটাসকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। হঠাৎ এমন স্ট্যাটাসের উদ্দেশ্য কী? নায়ক সিয়ামের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে কাউকে খোঁচা কি দিলেন তিনি?
জানা গেল, ‘দামাল’ সিনেমার সংবাদ সম্মেলনে মঞ্চে বিদ্যা সিনহা মিমের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন পরীমনির স্বামী রাজ। সিয়াম এ সময় মিমের পাশে থাকলেও তিনি তার হাত ধরেননি। কিন্তু রাজ মিমের হাত ধরে ছিলেন।
অনেকে বলছেন, সিয়াম-পরী একসঙ্গে অভিনয় করেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমায়। হতে পারে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকেও নায়কের প্রতি এই মুগ্ধতা প্রকাশ করেছেন পরী। তবে এটিকে সিয়াম-রাজ ও মিম অভিনীত ‘দামাল’ সিনেমার প্রচারণার অংশ মনে করছেন কেউ কেউ। রায়হান রাফি পরিচালিত ছবিটি আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে।