সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন

আপডেট
এপ্রিলে ডিএমপিতে শ্রেষ্ঠ হলেন যারা বঙ্গবন্ধু কন্যার লড়াইয়ের গল্প গোটা বিশ্বের কাছে তুলে ধরাই হোক অঙ্গীকার: তথ্য প্রতিমন্ত্রী রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান পাওয়া নিয়ে ধোঁয়াশা সংসদ সদস্য নিখোঁজ হওয়ার ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে ডিবি মা হারানো শিশু জায়েদ পাচ্ছে নতুন ঠিকানা পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার পাইকগাছায় ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ ফুলপুর পৌরসভার বিভিন্ন সড়ক ভেঙে জনদুর্ভোগ, তিন বছরেও চোখে পড়ছে না কাঙ্ক্ষিত উন্নয়ন   ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত নানা প্রতিকূলতার মধ্যেও  সিরাজগঞ্জ বিএফএ নির্বাচনে  ওয়াহেদুল সভাপতি, আবুল হাসেম সাধারণ সম্পাদক নির্বাচিত
সুখবর দিলেন শাকিব খান

সুখবর দিলেন শাকিব খান

সুখবর দিলেন শাকিব খান

বিনোদন ডেস্কঃ ঢালিউড সুপারস্টার শাকিব খান মানেই ভিন্ন কিছু। আর তাই আগামী ঈদে রায়হান রাফী পরিচালিত তুফান মুক্তি পাচ্ছে। আর এ ছবিতে আছেন বরাবরের মতোই শাকিব খান।

১ মিনিট ২১ সেকেন্ডের একটি টিজারই যেন জানান দিচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে লণ্ডভণ্ড করে দেবে বছরের আলোচিত ছবি তুফান।

শাকিব খানের একেবারে অন্য রকম লুক, অ্যাকশন, অভিনয়— সব মিলিয়ে যেন ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি। সেই সঙ্গে টিজারে চঞ্চল চৌধুরীর উপস্থিতি ‘তুফান’-এ আলাদা মাত্রা যোগ করেছে।

আলফা আই, চরকি ও এসভিএফের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে মঙ্গলবার বিকালে প্রকাশ করা হয় টিজারটি। তুফান ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্য রকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিজার প্রকাশের পর সত্যিই যেন বাংলার আকাশে ‘তুফান’ তৈরি হয়েছে। চারদিকে নানা প্রশংসাসূচক মন্তব্য করছেন দর্শকরা।

তুফান ছবির পরিচালক রায়হান রাফী বলেন, ‘তুফান’ এমন একটা ছবি, যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুন করে পরিচয় করিয়ে দেবে। তুফান তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে। বলা যায়, তুফান আমার জীবনের একটা ড্রিম প্রজেক্ট। সেই সঙ্গে শাকিব ভাইকে এ সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ।’

এসভিএফের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, তারা বেশ আনন্দিত সিনেমার টিজার ও কাজ নিয়ে।

‘তুফান’ যে চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হবে, তা নিয়ে বেশ নিশ্চিত বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।

প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ভাষ্য— বড় পর্দা মানেই শাকিব খান। এই ঈদেও প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন তিনি। এ ছবিতে আরও আছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা প্রমুখ। ‘তুফান’-এ অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘রায়হান রাফী এ সময়ের প্রতিভাবান পরিচালক। তিনি আলাদা একটা দর্শক তৈরি করেছেন। সেদিক থেকে তার প্রতিও আমার আস্থা আছে। আর এত বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্যই ভালো কিছুই হবে।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |