সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

আমার কপালটাই খারাপ : তাসনিয়া ফারিণ

আমার কপালটাই খারাপ : তাসনিয়া ফারিণ

নিজস্ব  প্রতিবেদক: দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন জনপ্রিয়তার তুঙ্গে। টিভি নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা ফারিণ এখন বড় পর্দার নায়িকা। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। ওটিটি প্ল্যাটফরম থেকে পশ্চিমবঙ্গে পরিচিতি লাভ করেন ফারিণ।

‘কারাগার’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিলেন সেখানে। গেল বছরে অতনু ঘোষের নির্দেশনায় ‘আরো এক পৃথিবী’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তাসনিয়া ফারিণের। সদ্যই ঘোষণা এসেছে, টলিউডের সুপারস্টার দেবের সঙ্গে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ফারিণ। এই প্রজেক্ট ঘিরে অভিনেত্রী উচ্ছ্বসিতও ছিলেন।
তবে এখন জানা যাচ্ছে, কাজ শুরু করতে সহসাই কলকাতায় হাজির হতে পারছেন না ফারিণ।দেশে সাম্প্রতিক অবস্থা নাজেহাল হয়ে পড়ায় ফারিণ-দেবের সিনেমাটি আটকে যাওয়ার উপক্রম। ফারিণ জানান, আপাতত ভারতে যাওয়ার ভিসা বন্ধ থাকায় সিনেমাটিতে কাজ করা নিয়ে অনিশ্চিত অবস্থা সৃষ্টি হয়েছে।সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া বার্তায় এমনটিই জানালেন অভিনেত্রী।
ফারিণ বলেন, “দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ নামে একটি ছবিতে কাজ চূড়ান্ত হয়েছে। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণ ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে। কারণ এখন থেকেই ছবিটির প্রি-প্রডাকশনের কাজ শুরু হওয়ার কথা; এ জন্য শিগগিরই কলকাতায় যেতে হবে। ফারিণ আরো বলেন, “আবার কবে ভিসা দেওয়া শুরু করবে, তা তো জানি না। এ কারণে সিনেমাটির কাজের বিষয়টিও অনেকটাই অনিশ্চিত। আমার কপালটাই খারাপ।’ এর আগে জানা গিয়েছিল, পরিচালক অভিজিতের ‘প্রতীক্ষা’র শুটিং শুরু হবে নভেম্বর মাসে। সিনেমার বেশির ভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতাতেও কিছু অংশের শুট হবে।”

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |