সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন

৩ দিনেই ১০০ কোটির ক্লাবে স্ত্রী ২

৩ দিনেই ১০০ কোটির ক্লাবে স্ত্রী ২

বিনোদন  ডেস্ক:  মুক্তির আগে থেকেই ছিল তুমুল আলোচনায়, অগ্রিম বুকিংয়েও গড়েছে রেকর্ড। ১৫ আগস্ট মুক্তির প্রথম দিনে বেশ ধামাকাদার সূচনা করে নিজেদের রাজত্বের কথা জানান দিয়েছে রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের চলচ্চিত্র ‘স্ত্রী ২’। প্রথমদিন ৬০ কোটির বিশাল ওপেনিংয়ের পর দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে নিয়েছে ৩১ কোটি রুপি। এবার তৃতীয় দিনে আয় বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটির বেশি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির তৃতীয় দিন ভারতে ৪৩.৮৫ কোটি রুপি আয় করেছে ‘স্ত্রী ২’। ৩ দিনে ভারতে ১৩৫ কোটি রুপি আয় তুলে নিয়েছে সিনেমাটি। আর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৮৮ কোটি রুপি। এর আগে মুক্তির প্রথমদিন ৬০ কোটি রুপি আয় করে শাহরুখ খানের পাঠানকে টপকে যায় ‘স্ত্রী ২’।

হরর-কমেডি জনরার সিনেমাটি অগ্রিম বুকিংয়েই রেকর্ড গড়ে আভাস দিয়েছিল বক্স অফিস দখলে নেয়ার। গত বছর মুক্তি পাওয়া ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ৫৫ কোটি রুপি। ৬৫ কোটি ৫০ লাখ রুপি আয় করে শীর্ষস্থানটি দখলে রেখেছে শাহরুখ অভিনীত আরেক চলচ্চিত্র ‘জওয়ান’। ৬০ কোটি রুপি আয় করে প্রথমদিনের আয়ে শাহরুখের জওয়ানের পরেই অবস্থান করছে ‘স্ত্রী ২’। এবার প্রথম সপ্তাহের আয়েও রেকর্ড গড়ার পথে সিনেমাটি।এদিকে দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা পাচ্ছে ‘স্ত্রী ২’। প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিতেও গল্পে হরর ও কমেডি উপাদান ভরপুর দেখা গেছে। সেই সঙ্গে এর ভিএফএক্স-এর প্রশংসাও করছেন দর্শকরা।

২০১৮ সালে মুক্তি পায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী।  প্রথম দিনে সেই সিনেমাটি ৬.৮২ কোটি টাকা আয় করে এবং প্রথম সপ্তাহে পৌঁছায় ৬০.৩৯ কোটিতে। ভারতে ১২৯ কোটি আয় করে সুপারহিট হয় সিনেমাটি। এর পর থেকেই এটির সিক্যুয়েলের অপেক্ষায় দর্শকরা। অমর কৌশিক পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে এবারও রয়েছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অপরাক্ষিত খুরানা, অভিষেক ব্যানার্জিসহ একাধিক তারকা। একটি বিশেষ ক্যামিওতে রয়েছেন বরুণ ধাওয়ান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |