মাহমুদুল হাসান রতন: সম্প্রতি আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে ব্যাপক ভাইরাল হওয়া “দেশটা তোমার বাপের নাকি করছো চলা কলা” গানটির মূল শিল্পী রুকসার রহমান। ইথুন বাবুর কথায় গানটি সর্ব প্রথম রুকসারের কন্ঠেই শোনা যায়। তিনি ২০২২ সালের ৩রা ডিসেম্বর বিএনপি’র রাজশাহী বিভাগীয় সমাবেশে গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে গানটি শিল্পী মৌসুমীকে পল্টনের এক সমাবেশে গাইতে শোনা যায়।
এ ব্যাপারে গানের মূল শিল্পী রুকসার রহমান জানান, একটি গানের কৃতিত্ব পেতে হলে মূল শিল্পী সম্পর্কে সবাইকে জানতে হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের কঠিন সময়ে যখন বাক স্বাধীনতা নির্বাসিত ছিলো সেই সময়ে জীবনের ঝুকি নিয়ে গানটি গেয়েছিলাম।
এছাড়াও শিল্পি রুকসার, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে “দে দে জেল ভেঙে দে” গানটি গেয়ে সে সময়ে সরকারের রোষানলে পড়েছিলেন। সুতরাং দুঃসময়ের কথা সবাইকে মনে রাখতে হবে। একটি গান যে কেউ গাইতে পারে কিন্তু মূল শিল্পী সম্পর্কে সবাইকে জানাতে হবে। এ বিষয়ে গীতিকার ইথুন বাবুর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।