বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

আপডেট
১০ দিনে ৫০০ কোটির ঘর ছাড়িয়ে বিজয়ের সিনেমা

১০ দিনে ৫০০ কোটির ঘর ছাড়িয়ে বিজয়ের সিনেমা

১০ দিনে ৫০০ কোটির ঘর ছাড়িয়ে বিজয়ের সিনেমা

বিনোদন ডেস্ক: দক্ষিণী ইন্ডাস্ট্রির থালাপাতি বিজয়ের সিনেমা মানেই হিট। আবারও তার প্রমাণ দিলেন এই অভিনেতা। গত ৫ সেপ্টেম্বর বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। মুক্তির পরই বক্সঅফিসে ঝড় তুলেছে সিনেমাটি। মাত্র ১০দিনে ৫০০ কোটির ঘর ছাড়িয়ে গেছে বিজয়ের এই সিনেমা। গত বছর মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করে তার অভিনীত সিনেমা ‘লিও’। বক্সঅফিসে ১৪৬ কোটি রুপি আয় করেছিল এটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’(৯৮ কোটি রুপি)। তৃতীয়, চতুর্থ, পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে— ‘২.০’ (৯৫ কোটি রুপি), ‘জেলার’ (৯১.২ কোটি রুপি), ‘কাবিল’ (৮৭.৫ কোটি রুপি)। বক্সঅফিসে চলছে এখন ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’র জয়জয়কার। এটি নির্মাণ করেছেন ভেঙ্কট প্রভু।

স্যাকনিল্ক ডটকমের তথ্য অনুযায়ী, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’মুক্তির ১০ দিনে শুধু ভারতে আয় করেছে ২১৭.২ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১৩৩.৮ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৩৫১ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৫০০ কোটি ২০ লাখ টাকার বেশি। অন্যদিকে বলি মুভি রিভিউজের তথ্য থেকে জানা যায, ৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছেন কালাপাথি এস. আঘোরাম, কালাপাথি এস. গণেষ, কালাপাথি এস. সুরেশ। এর মধ্যে থালাপাতি বিজয় ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এ ছাড়া মুক্তির আগেই ১৮৫ কোটি রুপি আয় করে সিনেমাটি। প্রসঙ্গত, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমায় বিজয় ছাড়া আরও অভিনয় করেছেন প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |