মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: কাজল আরেফিন অমি নির্মিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলরয় পয়েন্ট’। ২০১৭ সালে শুরু হওয়ার পর সিরিজটি ব্যাপক সাড়া পায় দর্শকমহলে। এই ফ্র্যাঞ্চাইজির মুক্তিপ্রাপ্ত চারটি সিজনই দাগ কেটেছে দশৃকদের মনে। বিশেষ করে এর চরিত্রগুলো। ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’র সজন-৪। এবার ‘ব্যাচেলর পয়েন্ট-৫’ নিয়ে সুখবর দিলেন অমি। মঙ্গলবার (২৯ অক্টোবর) দেশের একটি গণমাধ্যমে সিরিজটি নিয়ে কথা বলেন নির্মাতা। তিনি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজটি দিয়ে দর্শকদের এত ভালোবাসা পেয়েছি। যা বলে বোঝাতে পারব না। গত দুই বছরে ‘ব্যাচেলর পয়েন্ট-৫’ কবে আসবে? এমন বহু প্রশ্নের মুখে পড়তে হয়েছে আমাকে।
তিনি আরও বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ অবশ্যই আসবে। দর্শকরা যেহেতু চাচ্ছেন, তাদের কথা ভেবেই এটা নির্মাণ করবো। তবে ঠিক কবে নাগাদ সিজনটি আসবে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। কেননা, প্রতিটি ভালো কাজের জন্যই যথেষ্ট সময় প্রয়োজন। অমি বলেন, আপাতত সিরিজটি নির্মাণ জন্য পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কিন্তু এখনও কাজ শুরু করিনি। সবকিছু চূড়ান্ত হলে তখন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করেছেন, মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, সুমন পাটোয়ারী, শিমুল, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, আবদুল্লাহ রানা, পাভেল, মনিরা মিঠু, পারসা ইভানাসহ আরও অনেকে।