বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

চমক নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা আন্না

চমক নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা আন্না

মাহমুদুল হাসান রতন: চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না। অভিনয়কে বিদায় জানিয়েছেন বেশ কয়েক বছর আগেই। বর্তমানে স্বামী সংসার ও নিজের ব্যবসা প্রতিষ্ঠান আন্না’স মেকওভার নিয়ে ব্যস্ত আছেন। আন্না’স মেকওভার অ্যান্ড স্কুল অব বিউটিফিকেশন এর ওনার হিসেবে ব্যস্ততা কাটছে। তিনি ২০০৬ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় রানার্সআপ হন। এরপর ২০০৭ সালে শাকিব খান অভিনীত এফআই মানিকের মায়ের হাতে বেহেস্তের চাবি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে তার। এগুলো তো পুরানো খবর। এবার নতুন খবর হলো, নতুন ভাবে নতুন রূপে হাজির হচ্ছেন অভিনেত্রী আন্না।

‘কারমা ইন্টারনেশনাল বিউটি এক্সপো’ থেকে গেস্ট অফ ওনার হিসেবে অংশ নিতে জানুয়ারিতে ভারতে যাচ্ছেন তিনি। যেখানে সব ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট থাকবেন। এর পাশাপাশি টানা দ্বিতীয়বারের মতো এপি হাউস সুপার মডেল এর অফিসিয়াল জাজ হচ্ছেন। চলতি মাসের শেষের দিকে নারী উদ্যোক্তা আর বিউটি এক্সপার্ট হিসেব অ্যাওয়ার্ড পাচ্ছেন আন্না। আনন্দ বাজার মাল্টিমিডিয়াতে কো-প্রোডিসার থেকে এখন নিজের প্রোডাকশন হাউস আনন্দ বাড়ি করা হয়েছে যেটা থেকে নতুন কাজ আসবে জানান তিনি।

অভিনেত্রী আন্না বলেন, আন্না’স মেকওভার অ্যান্ড স্কুল অব বিউটিফিকেশন থেকে ২০১৮ সাল থেকে মেয়েদের নিয়ে কাজ করা হচ্ছে। এখন ২০২৪ এ ছেলে ও তৃতীয় লিঙ্গদের বিউটিফিকেশন এর কাজ শুরু করা হয়েছে। তাদেরকে এমনভাবে গড়ে তোলা হবে কাজে দক্ষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন। হেয়ার এক্সপার্ট অ্যান্ড বিউটি এক্সপার্ট থেকে এখন প্রসথেটিক মেকওভার নিয়ে কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, আন্না সিনেমার পাশাপাশি নাটকে ও বিজ্ঞাপনে কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে’মায়ের হাতে বেহেস্তের চাবি, ” ‘পিতা মাতার আমানত’, ‘মা বাবা আর সন্তান’, ‘জীবন যুদ্ধ’, ‘সমাধি’, ‘মনের ঘরে বসত করে’, ‘সন্তান আমার অহংকার’, ‘পাঁচ টাকার প্রেম’, ‘স্বামী হারা সুন্দরী’, ‘তুমি আমার স্বামী’, ‘বাজাও বিয়ের বাজনা’ ইত্যাদি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |