বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

১৫ বছরের সবচেয়ে দীর্ঘতম হিন্দি সিনেমা হচ্ছে ‘পুষ্পা টু’?

১৫ বছরের সবচেয়ে দীর্ঘতম হিন্দি সিনেমা হচ্ছে ‘পুষ্পা টু’?

অনলাইন ডেস্ক: আগামী ৫ ডিসেম্বর একযোগে তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়, হিন্দি ও বাংলা ভাষায় মুক্তি পাবে আল্লু আর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যনুসারে, রণবীর কাপুরের গত বছরের ব্লকবাস্টার ছবি ‘অ্যানিমল’ বক্স অফিসে দারুণ রেকর্ড করেছিল। ৩ ঘণ্টা ২১ মিনিটের এই ছবি গত ১৫ বছরের ইতিহাসে দীর্ঘতম হিন্দি সিনেমা ছিল। সেই রেকর্ড ভেঙেছে আল্লু আর্জুনের ‘পুষ্পা টু’। এই সিনেমার রানটাইম ৩ ঘণ্টা ২২ মিনিট।

গত কয়েক বছরে ছবির গড় রানটাইম দুই থেকে আড়াই ঘণ্টা। এর বেশি রানটাইম হলে, ছবিটি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। কারণ মাল্টিপ্লেক্সগুলোতে এর সঙ্গে যুক্ত হবে বিজ্ঞাপনের সময়। সে হিসেবে পুষ্পার রানটাইম দাঁড়াবে ৪ ঘণ্টায়। শাহরুখ খানের ‘জওয়ান’ ছিল ২ ঘণ্টা ৫০ মিনিটের। কিন্তু ‘অ্যানিমল’ ছিল সেই সিনেমার থেকেও প্রায় আধ ঘণ্টা বেশি। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘গদর ২’ এবং ‘সালার’ প্রায় ২ ঘণ্টা ৫৫ মিনিটের ছবি ছিল। অন্যদিকে ‘পুষ্পা ১: দ্য রাইজ’ ছিল প্রায় তিন ঘণ্টার।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে একজন সাধারণ মানুষ থেকে গ্যাংস্টারে পরিণত হওয়া এক ছেলের জার্নি। এ চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। আল্লুর বিপরীতে আছেন রাশমিকা। সিনেমার চমক হিসেবে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |