বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০

নিজেস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩০ জন ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ১১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৪৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ১৭ জন এবং সারা দেশে (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ৩১ জন ছাড়পত্র পেয়েছেন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত একজন ঢাকা সিটির বাইরে মারা যান। চলতি বছরের মোট আটজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৩৩ জন। এর মধ্যে ঢাকাতে ২৭৫ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৪৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।চলতি বছরে এ পর্যন্ত ৫২৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ১৭৭ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৩৫২ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট ১৯৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৯২ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১০৪ রোগী হাসপাতালে ভর্তি আছেন।  ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |