শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন
ইস্রাফিল হোসাইন পাপ্পুঃ ময়মনসিংহের ধোবাউড়ায় ১ম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডেভিড রানা চিসিম। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার রেজাউল করিম স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে বুধবার (৮ মে) অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম আনারস প্রতীক নিয়ে ২৮হাজার ৬শত ৩৫ ভোট পেয়ে ৭হাজার ২শত ৮৭ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য ডাঃ আসাদুজ্জামান আকন্দ সাগর (ঘোড়া) পেয়েছেন ২১ হাজার ৩শত ৪৮ ভোট। ডেভিড রানা চিসিম দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্নস্থানে মিষ্টি বিতরণ করে বিভিন্ন গ্রামের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।