শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

আপডেট
সহকারী জজ প্রিলিমিনারিতে উত্তীর্ণ ৭৫০ জন

সহকারী জজ প্রিলিমিনারিতে উত্তীর্ণ ৭৫০ জন

১৫তম সহকারী জজ প্রিলিমিনারি পরীক্ষায় ৭৫০ জন উত্তীর্ণ হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। সহকারী জজ হওয়ার জন্য তাদের এরপর লিখিত পরীক্ষা ও ভাইভায় উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার তাদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার তারিখ ও সময়সূচি ৩১ জুলাইয়ের দৈনিক পত্রিকায় ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলে কোনো ত্রুটি পেলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবার ১৫তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন আট হাজার ৫৫৮ জন শিক্ষার্থী। এই পরীক্ষা  রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও সিদ্ধেশ্বরী উচ্চবালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |