শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

বেসিক ব্যাংকের বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ

বেসিক ব্যাংকের বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ

ক্রোকের

নিজস্ব  প্রতিবেদক: বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও তার পরিবারের সদস্যদের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। বাচ্চুর পরিবারের অন্য সদস্যরা হলেন—তার স্ত্রী শিরিন আকতার, ছেলে শেখ ছাবিদ হাই অনিক, মেয়ে শেখ রাফা হাই ও বাচ্চুর ভাই শেখ শাহরিয়ার পান্না।

আরও  পড়ুন: পাটগ্রামে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

যেসব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো—বাচ্চুর নামে রাজধানীর বসুন্ধরায় ২২৮ শতক জমি, যার বর্তমান মূল্য ১২ কোটি ৪৩ লাখ টাকা। ডিওএইচএসের একটি ফ্ল্যাট, যার বাজারমূল্য ৬৪ লাখ টাকা। এছাড়া, তার পরিবারের নামে ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ৩০ কাঠা জমি, যার বাজারমূল্য ১৫ কোটি ২৫ লাখ টাকা। এসব জমিও ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে বাচ্চু ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে এসব সম্পদের খোঁজ পাওয়া গেছে। দুদকের উপ-পরিচালক নুরুল হুদা তাদের সম্পদ ক্রোকের জন্য আদালতে আবেদন করেছেন।

প্রতিদিনের কাগজ

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |