শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

আপডেট
জাপানি তিন শিশু : বাবা-মা কে কাকে পেলেন

জাপানি তিন শিশু : বাবা-মা কে কাকে পেলেন

নিজস্ব প্রতিবেদক: জাপানি বংশোদ্ভুত সেই তিন শিশুকে নিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বড় মেয়ে জেসমিন মালিকা ও তার ছোট বোন তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে। আর মেজ মেয়ে লাইলা লিনা বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবে। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বড় মেয়েকে নিয়ে মা নাকানো এরিকো জাপানে যেতে পারবেন বলেও রায়ে বলা হয়েছে।

গত বছর ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে জাপানি বংশোদ্ভুত ওই দুই শিশু মায়ের জিম্মায় থাকবে মর্মে রায় দেন। এ রায়ে সংক্ষুদ্ধ হয়ে আপিল করেন ইমরান শরীফ। ঢাকার পারিবারিক আপিল আদালতের তৎকালীন বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালত গত ১১ জুলাই বাবার করা আপিল খারিজ করে পারিবারিক আদালতের রায় বহাল রাখেন। অর্থাৎ ওই দুই শিশু মায়ের কাছেই থাকবে। এরপর বাবা ইমরান শরীফ উচ্চ আদালতে আসেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |