সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

৫ দিনের রিমান্ডে হাজী সেলিম

৫ দিনের রিমান্ডে হাজী সেলিম

নিজস্ব প্রতিবেদক: আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। পরে আদালত ৫ দিনের এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার (১ সেপ্টেম্বর) রাতে তিনি রাজধানীর বংশাল এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের সময়ও শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম। পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তার। পরবর্তীতে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |