মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
লাইফস্টাইল ডেস্ক: ঘুম থেকে উঠেই মনে হলো ‘আমি আমার স্বামীকে ঘৃণা করি’। স্বামীর প্রতি হঠাৎ মনটা এমন বিষিয়ে ওঠা সুখের কিছু নয়। কেউ চাইবে না ঘৃণা নিয়ে কারো সম্পর্ক শেষ হয়ে যাক। যদি এমন পরিস্থিতি এসেই যায় তাহলে কী করবেন? গভীর একটি সমস্যা।
১. অতীতে কী ঘটেছে মেনে নেওয়ার চেষ্টা করুন। এটা অনেক কষ্টের একটি বিষয়। ঘৃণাটা কোনো একটি ঘটনার কারণেই শুরু হতে পারে। স্বামীর এই ভুল মেনে নিতে কষ্ট হলেও একবার চেষ্টা করে দেখতে পারেন। যদিও মেনে নেওয়ার বিষয়টা নির্ভর করে অপরাধ কতটা গুরুতর।
২. আপনার স্বামী এবং বিয়ে দুটোর মধ্যে থেকে ভালো জিনিসগুলো খুঁজে বের কারার চেষ্টা করুন। এটি খুবই ভালো একটি উপায় মন থেকে ঘৃণা দূর করার। স্বামী কোন কোন দিকগুলো আপনার ভালো লাগে তার একটা তালিকা তৈরি করুন। আরও ভালো হয় যদি সেই তালিকাটি কাগজে লিখে রাখেন। ঘৃণায় যখন ভালো দিকগুলো আর চোখে আসে না তখন দেখে নিতে পারেন। স্বামীর ভালো দিক এবং খারাপ দিক দুটোই জানা দরকার।
৩. যোগাযোগ বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। কথা বলা আস্তে আস্তে কমিয়ে দিলে ভালো কিছু হবে না। কোনো সমস্যা নিয়ে বা কোনো ঘটনা নিয়ে কথা বলা বাড়াতে হবে। আপনাকে কোনো বিষয় কষ্ট দিলে সেটা নিয়েও কথা বলুন। কথা না বলে নিজের মধ্যে রাখলে হতাশা আরো বেড়ে যেতে পারে। তাই চেষ্টা করে দেখুন সফল হলেও হতে পারেন।
৪. তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন আর চিন্তা করুন কেন এমন করে সে। হতে পারে কাজের জায়গায় সে খুব সমস্যায় আছে তাই এমন হচ্ছে বা অন্য কোনো সমস্যা যেটা থেকে সে বের হয়ে আসতে পারছে না। নিজেকে তার জায়গায় রাখলে বুঝে যাবেন।
৫. ছোট বেলা থেকেই অনেকে শুনতে পায় বা চিন্তা করে, এক রাজকুমার আসবে তার জীবনে গল্পের মতো সব ঘটতে থাকবে। বাস্তবতা আসলে অন্য জিনিস। জীবনটা আসলে রূপ কথার গল্প নয়। বাস্তবে দুজনকেই চেষ্টা করতে হবে সম্পর্ক ধরে রাখার জন্য। সম্পর্ক ঠিক রাখতে দুইজনের জন্য সময় বের করুন। নতুন কিছু করার চেষ্টা করুন, ঘুরতে যান দেখবেন মনের ভেতর এই ঘৃণা সহজে জন্ম নেবে না।
৬. একজন থেরাপিস্টের পরামর্শ নিতে পারেন। ‘আমি আমার স্বামীকে ঘৃণা করি’ এই কথাটা চিৎকার করে বলার আগে একজন বিশেষজ্ঞর সাথে আলোচনা করতে পারেন। যদি আপনার জীবনে মারাত্বক কিছু হয়ে থাকে তাহলে এই ব্যবস্থা নিয়ে দেখতে পারেন।
কখন বুঝবেন ‘সম্ভব না আর’
কিছু কিছু অবস্থা আসতে পারে তখন আর কিছু করার থাকে না। হতে পারে, তৃতীয়বারের মতো আপনার স্বামী প্রতারণা করেছে, আপনার মনে ঘৃণা থেকেই যাচ্ছে কারণ আপনার স্বামীর ব্যবহার, আপনি চেষ্টা করলেও বার বার সে আঘাত দিয়েই যাচ্ছে। কেই আপনার সম্পর্কের পরিবর্তন করতে পারবে না যতক্ষণ না আপনি চান। তাই সব কিছুই আপনার হাতে। আপনি এই সম্পর্কে সামনে আগাতে চান নাকি আলাদা হয়ে যেতে চান সেটা ভাবুন।