বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: আপনি যদি পাসপোর্ট সংশোধন বা রিনিউ করতে চান,পাসপোর্ট সংশোধনের সর্বশেষ নিয়ম সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সহজে পাসপোর্ট সংশোধন করার নিয়ম:
পাসপোর্ট সংশোধন করতে অবশ্যই লিখিত আবেদন ফরম পূরন করে www.epassport.gov.bd ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট নতুন করে ইস্যু করার আবেদন করতে হবে,আবেদন শেষে প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে আপনাকে একটি অঙ্গীকার নামা ফরম পূরণ করে জমা দিতে হবে।
অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে, এজন্য আপনার বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল, আপনার নাম এবং পাসওয়ার্ড দিয়ে একটি একাউন্ট তৈরি করে নেবেন এবং লগইন করবেন। এরপরে Apply for New Passport অপশনে গিয়ে passport type + personal details + address দিয়ে ID Document স্টেপে যাবেন।
অনলাইনে আবেদন করার সময় অবশ্যই পাসপোর্ট ডেলিভারি অপশন থেকে পাসপোর্ট ফি অফলাইন সিলেক্ট করবেন। আবেদন সম্পন্ন হয়ে গেলে ই পাসপোর্ট ইস্যু ফি অফলাইনে এ চালান কিংবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে চালানের কপি সংগ্রহ করবেন। এরপর অনলাইন আবেদন এবং আবেদনের সারাংশ ডাউনলোড করে প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন। প্রবাসীরা হলে দূতাবাসে যেতে হবে।
পাসপোর্ট সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র:
লিখিত ই-পাসপোর্ট সংশোধন আবেদনপত্র
অঙ্গিকারনামা
বর্তমান ই-পাসপোর্টের মূল কপি
অনলাইন আবেদন কপি
আবেদন সারাংশ
ভুল তথ্যের প্রমাণ (যেমন, জন্ম সনদ, বিবাহের সনদ, নাম পরিবর্তনের গেজেট নোটিশ ইত্যাদি)
আবেদনকারীর ন্যাশনাল আইডি কার্ডের মূল কপি
আবেদনকারীর সাম্প্রতিক 3R সাইজের ছবি (২ কপি) – বাচ্চাদের ক্ষেত্রে
আবেদন ফি
বিদেশে দূতাবাসে আবেদন করলে, Permanent Resident Card/ Student ID Card/ Job ID Card/ Driving License দরকার হবে।
বিবাহিত হলে কাবিন নামার কপি
চাকুরিজিবি হলে GO/NOC
বিস্তারিত পাসপোর্ট ফি পেইজে দেখতে পারেন।